• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রমজানে নিত্যপণ্যের দাম জানালো কৃষি বিপণন অধিদপ্তর

আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২১, ১৫:৩২
রমজানে নিত্যপণ্যের দাম জানালো কৃষি বিপণন অধিদপ্তর
ফাইল ছবি

আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। রাজধানীর কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে সোমবার (১২ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ।

খুচরা বাজারে বেঁধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ থেকে ৬৮ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা, ছোলা ৬৩ থেকে ৬৭ টাকা, মসুর ডাল উন্নতমানের হলে দাম হবে ৯৭ থেকে ১০৩ টাকা ও সাধারণ মোটা মসুর ৬১ থেকে ৬৫ টাকা, সাধারণ মানের খেজুর ৮০ থেকে ১০০ টাকা এবং মধ্যম মানের ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতে হবে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

মোহাম্মদ ইউসুফ বলেন, শুধু দাম নির্ধারণ করে দিলেই সবকিছু শেষ নয়। এই পণ্যগুলোর দাম যেটা নির্ধারণ করা হয়েছে সেটা বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সেটা দেখা হবে। প্রতি বছর ৪১টি নিত্যপণ্যের দাম নির্ধারণে কাজ করে কৃষি বিপণন অধিদপ্তর।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
আরও কমেছে পেঁয়াজের দাম, বেড়েছে ডিমের
X
Fresh