• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেয়া: পরিকল্পনামন্ত্রী

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৬:০৮
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

হঠাৎ করেই দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বেড়ে গেছে। দ্বিতীয়বারের মতো লকডাউনেও কোনো উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ নেই। তবে এখন সরকারের প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেয়া। ফলে সরকারের মনোযোগে উন্নয়ন প্রথম থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে।

রোববার (১১ এপ্রিল) গণ মাধ্যমকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একথা বলেছেন। এক মাসের বিদেশ সফর শেষে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। বর্তমানে বাসায় থেকে মন্ত্রণালয়ের কাজ করছেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এখন সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব মানুষকে সুরক্ষা দেয়া। বর্তমান সরকার সবচেয়ে উন্নয়নবান্ধব সরকার এবং ভয়ঙ্কর রকমের একটা উন্নয়নের গতি তুলে এনেছিল। কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তে মানুষ বাঁচানোর প্রয়োজনে মনোযোগের দিক থেকে স্বাভাবিকভাবে উন্নয়ন প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে নেমে যাবে। তবে এটুকু বলতে পারি, আমরা দুটি কাজই করবো।’

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh