• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোক্তাপর্যায়ে এলপিজির দাম ঘোষণা সোমবার

আরটিভি নিউজ

  ১০ এপ্রিল ২০২১, ১৭:৫১
Consumer price LPG prices announced on Monday
ভোক্তাপর্যায়ে এলপিজির দাম ঘোষণা সোমবার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী সোমবার (১২ এপ্রিল) ভোক্তাপর্যায়ে এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) দাম ঘোষণা করবে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়াল ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানেো হবে। একইসঙ্গে এলপিজির মূল্যহার নির্ধারণ/পুনঃনির্ধারণ সম্পর্কে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে (www.berc.org.bd) আপলোড করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, দর কতো হচ্ছে তা এখনই বলতে চাচ্ছি না। তবে এটুকু বলতে পারি, সবাই খুশিই হবে। সবপক্ষের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ এশীয় অঞ্চলের দেশসমূহ সৌদি আরামকো নির্ধারিত প্রতিমাসের দর স্ব স্ব দেশের এলপিজির দর নির্ধারণের সূচক বিবেচনা করা হয়। আমদানি পর্যায়ের মূল্যকে ভিত্তি মূল্য ধরে পরিবহন ও অন্যান্য কমিশন যুক্ত করে বাজার মূল্য চূড়ান্ত করা হয়। বাংলাদেশেও এমন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। একটি হচ্ছে এনার্জির দাম আমদানিকৃত এলপিজির মূল্য। আরেকটি থাকবে পরিবহন খরচ, কোম্পানির ও পরিবেশকের মুনাফা এবং অন্যান্য।

জ্বালানি বিশেষজ্ঞরাও অনেকে এই মতের সঙ্গে একমত। তারা মনে করছেন, প্রত্যেক মাসে গণশুনানির দর নির্ধারণ করা সময়সাপেক্ষ ও জটিল। সে কারণে স্বয়ংক্রিয়ভাবে হলেই ভালো। এতে কারো বেশি লাভ কিংবা কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কম থাকবে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি স্থলবন্দর দিয়ে সোমবার থেকে আমদানি-রপ্তানি শুরু
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে ব্যাংক, অফিস-আদালত
সোমবার ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির
সোমবার দিনেই নামবে সাময়িক রাত
X
Fresh