• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিইউ শয্যার জন্য হাহাকার করছে সাধারণ রোগীরাও (ভিডিও)

এ আর বাদল

  ০৯ এপ্রিল ২০২১, ১৫:৫১

শুধু কোভিড রোগী নয়, আইসিইউ শয্যার জন্য হাহাকার করছে সাধারণ রোগীরাও। ঢাকা মেডিকেলে আসা রোগীরা জানান, দিনের পর দিন ঘুরেও মিলে না আইসিইউ শয্যা। অন্যদিকে অপারেশনের জন্য সিরিয়াল পেতে অপেক্ষা করতে হয় দীর্ঘদিন। সরকারি সব হাসপাতালে মিলে না প্রয়োজনীয় সব ওষুধ। তবে সুনাম ও আস্থা রয়েছে কম মূল্যে ভালো চিকিৎসা পাওয়ার। ঢামেক পরিচালক বলেন, রোগীর অতিরিক্ত চাপেই আইসিইউ শয্যার সঙ্কট।

আহাজারি করেন রাজধানীর দারুসসালামের নুরনবী। বাবা সিরাজুল ইসলাম করোনা রোগী নয়। তবু আইসিইউ প্রয়োজন। বেসরকারি হাসপাতালে আইসিইউ শয্যার প্রতিদিনের খরচ অনেক। সরকারি হাসপাতালই ভরসা। কিন্তু তিনটি হাসপাতাল ঘুরেও মেলেনি আইসিইউ শয্যা। ঢাকা মেডিকেলেও ঘুরতে হচ্ছে দিনের পর দিন।

নুরনবীর মতো একই অবস্থা অনেকের। হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভিড় বেড়েছে। বেড়েছে রোগীর স্বজনদের তৎপরতা। দিনের পর দিন অপেক্ষা করতে হয় অপারেশনের জন্য। অনেকে মুখ খুলতে চান না অজানা ভয়ে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. নাজমুল হক বলেন, প্রতিদিন সব ধরনের রোগীর সংখ্যা বাড়লেও তারা চেষ্টা করছেন সংকট কাটিয়ে ওঠার।

তিনি আরও বলেন, আমাদের নন-কোভিড আইসিইউ ২৩টি। এর মধ্যে ২১টি রাখতে পারি আর ২টির মধ্যে ডায়ালাইসিস করা হয়ে থাকে। অপারেশনে দীর্ঘ সময়ের বিষয়ে বলেন, কেউ যদি বলে এক মাস হয়ে গেছে অপারেশন পাইনি, এক মাস তো নরমাল প্রক্রিয়াতেই চলে যায়। সিরিয়াল থাকে, সেই অনুযায়ী হয়।

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
হিলিতে ক্রেতা সংকট, কমেছে পেঁয়াজের দাম
প্রধানমন্ত্রীর কারণে দেশে কোনো খাদ্য সংকট নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী
ব্যাংকে এখন ডলারের চেয়ে টাকার চাহিদা বেশি
X
Fresh