• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারত নয় দেশের জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ১৮:৩৭

ভারত কখনও আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে না। বাংলাদেশের জনগণই ভোট দিয়ে আমাদের রাষ্ট্রক্ষমতায় আনবে। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন। সরকার হটাতে আন্দোলন করেও ব্যর্থ। আর এখন ভারত বিরোধিতার ভাঙা রেকর্ড বাজাচ্ছে। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়েই প্রতিবেশী দেশটির বিরোধিতা করে আসছে।

সড়কমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ভারত বিরোধিতার কারণে ২১ বছর আমাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমান সরকারের আমলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সরকারের আমলেই তিস্তার পানি বণ্টন চুক্তি হবে। এরই মধ্যে চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষায়।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বার্থ আদায়ের। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো কিছু দিয়ে আসা নয়। শেখ হাসিনার বর্তমান সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুমাত্রিক উচ্চতা পেয়েছে। এর মাধ্যমে দু’ দেশের অমীমাংসিত সমস্যাগুলোরও সমাধান হবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh