• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বাল্যবিবাহ নিরোধ আইন কেন অবৈধ নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৭, ১৫:৩২

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর বিশেষ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

গেলো ৪ এপ্রিল বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিশেষ বিধান এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওই দিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম এ রিট আবেদন করেন।

রিটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর বিশেষ বিধানের স্থগিতাদেশ চাওয়া হয়।

এ আইনের ১৯ ধারায় বিশেষ একটি বিধান রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই আইনের অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, বিধির মাধ্যমে নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কর সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং বাবা-মা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধির মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে বিয়ে সম্পাদিত হলে তা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না।

এইচটি/ সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এন্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু, ফের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি ছাড়ার হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা
দিল্লি হাইকোর্টে মুক্তির আবেদন করলেন কেজরিওয়াল
অনুমোদনহীন রেস্তোরাঁয় অভিযান প্রসঙ্গে যা বললেন হাইকোর্ট
X
Fresh