• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

দিনে ৫ টাকা করে বাড়ছে পেঁয়াজের দাম

আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৫:১০
The price of onion is increasing by 5 rupees day by day
দিনে দিনে ৫ টাকা করে বাড়ছে পেঁয়াজের দাম

আজ সোমবার (৫ এপ্রিল) আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি পেঁয়াজের দাম পাঁচ টাকা বেড়েছে। এর মাধ্যমে দুই দিনে পেঁয়াজের দাম বাড়ল ১০ টাকা।

করোনার প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত শনিবার (৩ এপ্রিল) সকালে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণার পর শনিবার দুপুর থেকে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ওইদিন থেকেই পেঁয়াজ, রসুন, আদা, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি পরিমাণে কেনেন ক্রেতারা। বাড়তি পেঁয়াজ কেনার কারণে সন্ধ্যার পরপরই খুচরা দোকানগুলোতে পেঁয়াজ শেষ হয়ে যায়।

আর রোববার সকাল থেকেই পেঁয়াজের দাম বাড়িয়ে দেন পাইকাররা। রোববারের মতো সোমবার সকালেও পাইকারি বাজারে গিয়ে খুচরা ব্যবসায়ীরা দেখেন পেঁয়াজের দাম কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে। ফলে পেঁয়াজের দাম আরও এক দফা বাড়ান খুচরা ব্যবসায়ীরা। গতকাল রোববার যে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি করেছেন, আজ তারা ৪০ টাকা কেজি বিক্রি করছেন।

আরও পড়ুন ... গাড়ি না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

পেঁয়াজের এই দাম বাড়ার কারণ জানতে চাইলে কাজীপাড়ার ব্যবসায়ী বেলায়েত হাসান বলেন, লকডাউনের খবরে রোববার পেঁয়াজের দাম বেড়ে যায়। আজ আবার দাম বাড়বে ধারণাই করতে পারিনি। সকালে বাজারে গিয়ে দেখি গতকালের মতো আজও পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দ্রুত নজরদারি না বাড়ালে দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন... হোটেল বুকিংয়ে প্রথম স্ত্রীর নাম লিখেছিলেন মামুনুল হক

কারওয়ান বাজারের ব্যবসায়ী নাইম শেখ বলেন, দুই দিনে মানুষ যে হারে পেঁয়াজ কিনেছেন, তাতে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে দাম বেড়ে গেছে। আমাদের ধারণা, এই দাম থাকবে না। কিছুদিনের মধ্যেই দাম কমে যাবে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বাড়ছে : ড্যাব
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
X
Fresh