আরটিভি নিউজ
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৭:৫৫
ভালো আছে বিমানবন্দরে ফেলে যাওয়া সেই শিশুটি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট মাস বয়সী কন্যা শিশুটি আরও কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।
সোমবার (৫ এপ্রিল) গণমাধ্যমকে বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পরে তাকে সমাজকল্যাণ অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হবে। তবে শিশুটি ভাল আছে, কোনও সমস্যা নেই। তাকে আরও কিছুদিন তাকে হাসপাতালে রাখতে হবে।
এর আগে শুক্রবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর এপিবিএন শিশুটিকে উদ্ধার করে বিমানবন্দর থানার কাছে হস্তান্তর করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সৌদি আরবফেরত এক নারী যাত্রী তাকে বিমানবন্দরে ফেলে যায়।
এমআই/ এমকে