• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে ঝড়ো হাওয়া, বিপাকে অফিস ফেরতরা

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৯:১৯
Windy weather in the capital, back to office in misery
ফাইল ছবি

রাজধানীতে হঠাৎ ঝড় শুরু হয়েছে। তীব্র গতিতে বইছে বাতাস। সেই সঙ্গে আছে হালকা বৃষ্টি। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়নি। সন্ধ্যায় বৃষ্টি নামায় বিপাকে পড়েছেন অফিস ফেরতরা। সোমবার থেকে লকডাউন হওয়ায় অনেকে বাড়ি যেতে বেশ ভোগান্তি পেতে হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় কালবৈশাখী ঝড়ে ২ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (৪ এপ্রিল) বেলা ৩ টার দিকে গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় হঠাৎ শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়লে তারা নিহত হন। এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবদুল মতিন।

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ছোট বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এমআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
তীব্র তাপপ্রবাহ বইছে চার জেলায়, বাড়বে অস্বস্তি
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh