• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে পুঁজিবাজারে লেনদেন হবে দুই ঘণ্টা

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৭:৪৬
Trading in the capital market will be two hours in lockdown
লকডাউনে পুঁজিবাজারে লেনদেন হবে দুই ঘণ্টা

করোনাভাইরাসের ক্রমাগত অবনতি রোধে সাতদিনের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে ১১ এপ্রিল পর্যন্ত ঘোষিত লকডাউনে নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তাই এ সময় ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজা করিম বলেন, ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পু্ঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে সাত দিন দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে চালু রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
X
Fresh