• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হেফাজতের তাণ্ডবে নিহত ১৭: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৭:২৬
18 killed in custody riots: Home Minister
ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে গত ২৬ থেকে ২৮ মার্চ সহিংসতা ও হামলার ঘটনায় হেফাজতে ইসলামের ১৭ জন মারা গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার (৪ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

হেফাজতে ইসলামের যারা জড়িত, সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান।

তিনি আরও বলেন, ‘আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এরইমধ্যে আমরা ২২ জনকে আটক করেছি। ওই সহিংসতার সময় পুলিশ জীবন রক্ষায় বাধ্য হয়ে গুলি ছুড়েছিল বলেও জানান আসাদুজ্জামান খান।

তিনি বলেন, হেফাজতের সেই তাণ্ডবের সময় একজনকে ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে হাঁটতে দেখা গেছে। তাকেও ধরা হয়েছে। আমরা একজনকে দেখেছি পিস্তল উঁচু করে ফায়ার করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারী মাদ্রাসা, সিলেট, নারায়ণগঞ্জে, সব জায়গাতেই দেখলাম এই গুজবকে ভিত্তি করে সহিংসতা। আমরা লক্ষ করলাম, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছিল।

এমআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ অধিবেশন বসবে ২ মে
সংসদ ভবনে ঈদ জামাত অনুষ্ঠিত
ধর্ষণ মামলায় জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
ঈদের আগে মামুনুল হককে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি
X
Fresh