• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় লকডাউনের বিরুদ্ধে মিছিল

আরটিভি নিউজ

  ০৪ এপ্রিল ২০২১, ১৬:০১
ঢাকায় লকডাউনের বিরুদ্ধে মিছিল
লকডাউনের বিরুদ্ধে মিছিল

ঢাকার নিউমার্কেট এলাকায় লকডাউনবিরোধী মিছিল ও সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় তারা নিউমার্কেট সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল।

আজ রোববার (৪ এপ্রিল) দুপুরের পর নিউমার্কেটের সামনে থেকে ব্যবসায়ীরা মিছিল বের করে। এ সময় তারা দাবি জানান, অবিলম্বে লকডাউন প্রত্যাহার করতে হবে।

এর আগে শনিবার (৩ এপ্রিল) রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।

পুলিশ জানায়, লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবি জানিয়ে রাস্তা বন্ধ করে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন।

নিউমার্কেট থানার পরিদর্শক ইয়াসিন আলী জানান, ব্যবসায়ীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh