• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনে গণপরিবহন চলবে কিনা জানা যাবে কাল

আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ২১:৪২
It will be known tomorrow whether the public transport will run in lockdown
লকডাউনে গণপরিবহন চলবে কিনা জানা যাবে কাল

সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে। তবে লকডাউনে গণপরিবহন চলবে কিনা তা প্রজ্ঞাপনের পর জানা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

করোনার বিরাজমান পরিস্থিতিতে আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে। এছাড়া জরুরি সেবার সঙ্গে জড়িত অফিস খোলা থাকবে বলেও জানা গেছে।

লকডাউনে গণপরিবহন চলবে কিনা এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, আমরা লকডাউনের সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করছি। সেটি হাতে পাওয়ার পর গণপরিবহন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া বর্তমানে গণপরিবহনে বর্ধিত ভাড়ায় অর্ধেক যাত্রী বহনের বিষয়ে আমরা কঠোর নজরদারি করছি। আমাদের আটটি ম্যাজিস্ট্রেট দল কাজ করছে।

এর আগে শনিবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আরএস/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
২০ বছরের পুরনো বাস সরানো হবে, তালিকা চাইলেন মন্ত্রী
গণপরিবহনে ৩৫ শতাংশ নারী আসন রাখার দাবি
গণপরিবহনের ভাড়া কমছে!
X
Fresh