• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আজ থেকে বন বিভাগের সব পর্যটন কেন্দ্র বন্ধ 

আরটিভি নিউজ

  ০৩ এপ্রিল ২০২১, ০৯:১৪
আজ থেকে বন বিভাগের সব পর্যটন কেন্দ্র বন্ধ 

করোনার সংক্রমণ বাড়তে থাকায় গাজীপুর ও ডুলাহাজরার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং সুন্দরবনসহ বন বিভাগের আওতাধীন সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ এপ্রিল) থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) বন বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বন অধিদপ্তরের উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় জানিয়েছেন, শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্কসহ বন বিভাগের সব পর্যটন পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বন অধিদপ্তর।

তিনি আরও বলেন, ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, বন বিভাগের আওতায় দেশে ৪৯টি স্থানে ইকোট্যুরিজম পরিচালিত হয়।

অপরদিকে, করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ রোধে শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহনপুর পর্যটন কেন্দ্রে হামলা, ৬৩ জনের বিরুদ্ধে মামলা
X
Fresh