• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাঁচ হাসপাতাল ঘুরে অ্যাম্বুলেন্সেই ছেলের কোলে মায়ের মৃত্যু

আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৭:২৩
The mother died in her son's lap in an ambulance after visiting five hospitals
সংগৃহীত ছবি

মা শ্বাসকষ্টের রোগী। শুক্রবার হঠাৎ করেই তার হাপানি শুরু হয়। অক্সিজেন দেওয়ার জন্য ছেলে মাকে নিয়ে ছুটলেন একটার পর একটা হাসপাতালে। কিন্তু কোথাও মেলেনি অক্সিজেন সাপোর্ট।

শেষ পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই শেষ নিশ্বাস ছাড়েন মা। আজ শুক্রবার (২ মার্চ) বেলা ১১টার দিকে মুগদা হাসপাতালের সামনে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। সে সময় মায়ের লাশ জড়িয়ে ধরে বিলাপ করছিলেন ছেলে রায়হান।

ছেলে রায়হান জানান, তারা রাজধানীর উত্তরখান এলাকায় থাকেন। শুক্রবার মা মনোয়ারা বেগমকে (৫৫) নিয়ে রাজধানীর পাঁচটি হাসপাতালে যান কেবল একটু অক্সিজেনের আশায়। কিন্তু, কোনো হাসপাতালই তাকে জরুরি অক্সিজেন সাপোর্ট দিতে পারেনি।

জানা গেছে, গুরুতর অবস্থায় মাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেন রায়হান। কিন্তু, সেখানে ভর্তি করানোর পরও অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়নি। পরে সেখান থেকে মাকে নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আল রাজি ইসলামী হাসপাতাল হয়ে মুগদায় যান রায়হান। কিন্তু কোথাও পর্যাপ্ত অক্সিজেন সাপোর্ট পাননি। শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সেই মারা যান মনোয়ারা বেগম।

টিএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় কারখানার কেয়ারটেকার নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
কবি নজরুল কলেজের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
X
Fresh