• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মারা গেলেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা

আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ১৩:১৭
Chittagong district election officer died in Corona
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম।

তিনি বলেন, সপ্তাহখানেক আগে থেকে আতাউর রহমান সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ২৯ মার্চ করোনা পজিটিভ হয়ে তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আতাউর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মরদেহ নেওয়া হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh