• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও পিছিয়ে গেলো বাবুনগরী-মামুনুলের রাষ্ট্রদ্রোহ মামলায় প্রতিবেদন

আরটিভি নিউজ

  ০১ এপ্রিল ২০২১, ১৭:৩৬

হেফাজতে ইসলামের দুই শীর্ষস্থানীয় নেতা জুনাইদ বাবুনগরী ও মামুনুল হক এবং ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম।

রাজধানীর ধোলাইপাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৃতীয় তারিখেও দিতে পারেননি তদন্ত কর্মকর্তা।

আগামী ১৯ মে প্রতিবেদন চেয়ে নতুন তারিখ দিয়েছেন বিচারক। তবে এর আগে চার মাসে চার বার তারিখ পেছানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে গেলো বছরের নভেম্বরের মাঝামাঝি সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে উত্তাল ছিল রাজনৈতিক অঙ্গন।

প্রথমে বিষয়টি নিয়ে মাঠে নামে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন। পরে সক্রিয় হয় হেফাজতে ইসলাম।

পরবর্তীতে দল ও সংগঠনের নেতাদের নানা আক্রমণাত্মক বক্তব্যের পর গেলো ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সেদিন মামুনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh