• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মধ্যাহ্নভোজে হাসিনার জন্য ভেটকি, মোদির বেগুনভাজা

অনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল ২০১৭, ১৯:০০

নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে বৈঠকের পর মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই বাঙালি নেত্রীর কথা ভেবেই সাজানো হয় খাবারের তালিকা। তাই মধ্যাহ্নভোজের আয়োজনে ছিল হরেক রকম বাঙালি খাবার।

রোববার কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এক কথা বলা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খাবারের তালিকায় ছিল গন্ধরাজ লেবুর তৈরি ভেটকির পদ, মুরগির মাংস। অন্যদিকে নিরামিষ খাওয়া মোদির জন্য ছিল লুচি, বেগুনভাজা, পটলভাজা।

চার দিনের সফরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে থাকছেন শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আতিথ্যে আছেন তিনি। বাংলাদেশের নড়াইলের জামাই বর্তমানে দেশটির রাষ্ট্রপতি।

আর সেই জন্য বাঙালি জামাইয়ের জন্য দশ বিশটা নয়, ৩০ কেজি ইলিশ নিয়ে দিল্লি গেছেন বঙ্গবন্ধুকন্যা। তবে সফরে প্রধানমন্ত্রীকে আপ্যায়নের তালিকায় থাকছে না সুস্বাদু ইলিশ।

প্রধানমন্ত্রীর জন্য খাবারের তালিকায় রাখা হয়, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি আর চিতল পেটির মুইঠ্যা। রকমারি মাছের পাশাপাশি মুর্গ দরবারি, গোশত ইয়াখনি, রাইজিনা কোফতা, আলু বুখারার মতো উত্তর ভারতের বিশেষ পদগুলোও।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh