• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন হতে দেবে না জনগণ: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৭, ১৪:২৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে সই হওয়া প্রতিরক্ষা চুক্তি প্রত্যাখ্যান করেছে জনগণ। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে নতজানু হয়ে প্রতিরক্ষা চুক্তি করেছে। তার এ চুক্তি সই দেশের জনগণ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। এতে বাংলাদেশের মানুষের সম্মতি নেই। তারা এটি বাস্তবায়ন হতে দেবে না।

তিনি বলেন, ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় ঢুকে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই এ চুক্তিতে বাধ্য করেছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমরা নিজেদের মতো সুন্দর করে সাজাবো।

বিএনপির এই নেতা বলেন, ভারতকে মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দলের। এতে দেশের মানুষের কোনো সমর্থন নেই। বর্তমান সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে এটি করেছে। এর মাধ্যমে তাদের শেষরক্ষা হবে না।

ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের নয় বরং বিশেষ একটি রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে। তাই তাদের পছন্দের দলকে আজীবন ক্ষমতায় রাখতে চায়। যার কারণে তাদেরকে ইচ্ছামতো ব্যবহার করছে।

এইচটি/ এএইচসি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
X
Fresh