• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-ভারতের নতুন চুক্তি ও সমঝোতা স্মারক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৭, ১২:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে অবস্থান করছেন। শনিবার সফরের দ্বিতীয় দিনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। দীর্ঘ এক ঘণ্টার বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে সই হওয়া চুক্তিগুলোর মধ্যে ২২টি সরকারি ও ১২টি ব্যবসায়িক। এছাড়া ৪টি সমঝোতা স্মারক রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের চুক্তি।

চুক্তিগুলো হলো-

১. দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। সে অনুযায়ী ভারত ৫০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছে। এ অর্থ সামরিক সরঞ্জামাদি ক্রয়ে ব্যবহার করা হবে।

২. ঢাকা ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ ও ভারতের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই স্মারক অনুযায়ী, কৌশলগত ও ব্যবহারিক শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে উভয় দেশ।

৩. জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও কৌশলগত শিক্ষায় সহযোগিতা বাড়াতে ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ ও নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

৪. মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সমঝোতা স্মারকে সই।

৫. পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহারের চুক্তি।

৬. পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণের সুরক্ষার লক্ষ্যে প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান চুক্তি।

৭. বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সহযোগিতার বিষয়ে আন্তঃসংস্থা সহযোগিতা চুক্তি।

৮. তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমঝোতা স্মারক সই।

৯. সাইবার নিরাপত্তার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই।

১০. বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে ‘বর্ডার হাট’ স্থাপনে সমঝোতা স্মারক।

১১. বিচার বিভাগীয় সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা সই।

১২. বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ ও সক্ষমতা তৈরির কর্মসূচির বিষয়ে সমঝোতা স্মারক।

১৩. নৌবিদ্যায় সহযোগিতার ক্ষেত্রে সমঝোতা সই।

১৪. ভূবিদ্যা গবেষণা ও উন্নয়নে পারস্পরিক বৈজ্ঞানিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে সই।

১৫. উপকূলীয় ও প্রটোকল রুটে যাত্রী ও পর্যটন সেবায় দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক।

১৬. সিরাজগঞ্জ থেকে লালমনিরহাটের দইখাওয়া এবং আশুগঞ্জ থেকে জকিগঞ্জ পর্যন্ত ভারত-বাংলাদেশ প্রটোকল রুটে নাব্য চ্যানেলের উন্নয়নে সমঝোতা সই।

১৭. গণমাধ্যমের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা স্মারকে সই।

১৮. অডিও-ভিজ্যুয়াল সহ-প্রযোজনা চুক্তি।

১৯. বাংলাদেশ ও ভারত ৫০ কোটি ডলারের প্রতিরক্ষা ঋণ সহায়তা সমঝোতা স্মারক।

২০. খুলনা-কলকাতা রুটে মোটরচালিত যানবাহনে যাত্রী চলাচল নিয়ন্ত্রণে চুক্তি।

২১. তৃতীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে সমঝোতা।

২২. বাংলাদেশে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনে অর্থায়ন করবে ভারত।

এছাড়া ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়। সেগুলো হচ্ছে-

১. দ্বিপক্ষীয় বিচার বিভাগীয় সহযোগিতা

২. তৃতীয় দফা ঋণ সহায়তা

৩. শান্তিপূর্ণ আউটার স্পেস ব্যবহার

৪. কোস্টাল, প্রটোকল রুটে যাত্রী ও পর্যটন সেবায় প্যাসেঞ্জার ক্রু সার্ভিস প্রটোকল আইন সম্পর্কিত সমঝোতা স্মারক।

অন্যদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর হিন্দি সংস্করণ উন্মোচন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এক নজরে হাসিনা-মোদির বৈঠক

হাসিনা-মোদি সরকারেই তিস্তার পানি

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ৫০ কোটি ডলার দেবে ভারত

হাসিনা মোদি বৈঠক, ২২ চুক্তি-সমঝোতা সই [ভিডিও]

‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচন

সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে শেখ হাসিনার প্রশংসায় মোদি

ভারত সফরে গুরুত্ব পেয়েছে তিস্তা

বাংলাভাষায় মোদির নববর্ষের শুভেচ্ছা

গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা​

একান্ত বৈঠকে হাসিনা-মোদি

হাসিনা-মোদি হঠাৎ কেন হাসলেন [ভিডিও]

শেখ হাসিনা-মোদি বৈঠক শনিবার সকালে

শেখ হাসিনা-মমতার বৈঠক শনিবার রাতে

ওবামা ও জায়েদের মতোই মোদির অভ্যর্থনা পেলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী আজ ভারত যাচ্ছেন

এইচটি/ এএইচসি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
X
Fresh