• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তিস্তা নয়, অন্য প্রস্তাব দিলেন মমতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৭, ২২:৫৮

পানির সমস্যা মেটাতে তিস্তা নয়, বিকল্প প্রস্তাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তোর্সা, জলঢাকাসহ ৪টি নদীর পানি বণ্টনের প্রস্তাব দেন তিনি।

শনিবার বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে মমতাকে ডেকে নেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও উপস্থিত ছিলেন।

মমতা বলেন, তিস্তায় কোনো পানি নেই। পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। সেচের জন্য পানি পেতে সমস্যা হচ্ছে।

বিকল্প প্রস্তাব দিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গে তোর্সা, জলঢাকাসহ ৪টি নদী আছে। সেখানে পানি আছে। ফলে তিস্তার বিকল্প হিসেবে এ ৪টি নদীর পানি ব্যবহার করা যেতে পারে।

এর আগে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, শেখ হাসিনা ও তার সরকারের আমলেই তিস্তা চুক্তির বিষয়টি সমাধান হবে।

তিনি আরো বলেছিলেন, বাংলাদেশ নিয়ে আমার মনে যেই অনুভূতি, আমি মনে করি একই উষ্ণ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে। তিস্তাচুক্তি, গঙ্গা ব্যারেজ নির্মাণ, পানি ব্যবস্থা সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেয়া হবে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠক দু’দেশের সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের জনগণ বিশেষ করে তরুণদের মধ্যে বন্ধনকে আরো জোরলো করবে বলে জানান মোদি।

তিনি বলেন, সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি ভারতের কাছে অনুপ্রেরণা।

এসময় বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ৫০ কোটি ডলার ঋণ দেয়ার ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরো সাড়ে ৪শ' কোটি ডলার দিচ্ছে দেশটি বলেও জানান তিনি। ৩৬টি চুক্তি-সমঝোতা স্মারক সই হয়।

গেল ৬ বছরে বাংলাদেশকে দেয়া ভারতের ঋণ সহায়তা ৮০০ কোটি ডলারে উন্নীত হলো বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এসময় শেখ হাসিনা ও মোদি হিন্দি ভাষায় ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ মোড়ক উন্মোচন করেন।

একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-কলকাতা রুটে বাস এবং খুলনা-কলকাতা রুটের ট্রেন সার্ভিস উদ্বোধন করেন দু’প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
অনেকে বলেছে আমি জেমসের বিকল্প: জেনস সুমন
X
Fresh