• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এক নজরে হাসিনা-মোদি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০১৭, ২২:২০

বাংলাদেশের উন্নয়নে ভারতের অবদানের জন্য ভারতবাসী ও প্রধানমন্ত্রীর নরেন্দ্রে মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২০১৫ সালের পর এ প্রথম দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠককে ‘নতুন অধ্যায়ের সূচনা‍’ বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিনের বৈঠকে মোট ২২টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠক শেষে ‌‌যৌথ সাংবাদ সম্মেলনে দু’প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। শক্তি থেকে বাণিজ্য হয়ে পানি, সন্ত্রাসবাদসহ সব বিষয়ই উত্থাপিত হয় তাদের বক্তব্যে।

শেখ হাসিনার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ:

১. বাংলাদেশের মুক্তি‌যুদ্ধে অবদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান হাসিনা।

২. ১৯৭১ সালের মহান মুক্তি‌যুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানান।

৩. দু‍’দেশের সুসম্পর্ক দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধি আনবে বলে আশাপ্রকাশ করেন।

৪. সীমান্তে দুষ্কৃতি দৌরাত্ম্য কমাতে এক‌যোগে কাজ করবে দুই সরকার।

৫. নয়া দিল্লির সড়কের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে করায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান।

এছাড়া ভারতবাসীকে বাংলা নববর্ষে আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন মোদি বলেন:

১. বাংলাদেশকে শক্তিতে স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারত। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বাংলাদেশ সরকারকে সাহা‌য্য করবে ভারত।

২. জ্বালানির চাহিদা পূরণ করতে বাংলাদেশে ডিজ়েল পাইপলাইন বিস্তার করবে ভারত। সে কাজ চলাকালীন নিয়মিত বাংলাদেশকে স্থলপথ বা রেলপথে ডিজ়েল সরবরাহ করবে ভারতীয় সংস্থাগুলো।

৩. সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে দু‍’দেশ।

৪. সামরিক প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশকে ঋণ দেবে ভারত।

৫. তিস্তাচুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করবে কেন্দ্রীয় সরকার।

৬. বাংলাদেশের জন্মশতবর্ষে ‌যৌথ উদ্যোগে তার জীবনের ওপর একটি তথ্যচিত্র বানাবে দু‍’দেশ।

৮. কলকাতা-খুলনার মধ্যে ট্রেন ও বাস ‌যোগা‌যোগ শুরু। আজই চালু হয়েছে বাস পরিষেবা। জুলাইয়ের মধ্যে নিয়মিত চলবে ট্রেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ৪ দিনের সরকারি সফরে দিল্লি পৌঁছান।

ওয়াই/ এএইচসি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
X
Fresh