• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তিযোদ্ধাদের ৫ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৪৮

বাংলাদেশের ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ৫ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত। এছাড়া ১০ হাজার মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তাসহ তাদের সন্তানদের বৃত্তির সংখ্যা ১০ হাজার বাড়িয়ে ২০ হাজার করা হবে। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার বিকেলে দিল্লি সেনানিবাসের মানেকশ সেন্টারে মুক্তিযুদ্ধে নিহত ৭ শহিদ ভারতীয় সেনা পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বাংলাদেশের মুক্তিযোদ্ধামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীসহ অনেকে উপস্থিত ছিলেন।

মোদি বলেন, বাংলাদেশের ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছে। এর সঙ্গে আছে ভারতীয় শহীদদের রক্ত। তাদের আত্মত্যাগের কথা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণ করা হবে। ভারতীয় সেনাদের জন্য এটি বিশেষ দিন। বাংলাদেশ-ভারতের ১৪০ কোটি মানুষের সম্মানের দিন। এ দিনটি ঐতিহাসিক।