• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সোমবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, রাঙ্গামাটি ও চট্টগ্রামে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২১, ১৫:২৩
Rangamati and Chittagong districts are experiencing heat waves
রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শনিবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপ দ্বীপসহ ফেনী, কক্সবাজার, চাঁদপুর, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান শনিবার আরটিভি নিউজকে বলেন, আগামী সোমবার (২৯ মার্চ) বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ কোথায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস
১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ আজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
X
Fresh