• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারত সফরে গুরুত্ব পেয়েছে তিস্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৭, ১৬:৩৪

প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা পানি বন্টন বেশ গুরুত্ব পাচ্ছে। এনিয়ে দু’ দেশের প্রধানমন্ত্রীর আলোচনা ও বক্তব্যে তা ফুটে উঠেছে বার বার।

তিস্তা পানি বন্টন নিয়ে দু’দেশের মধ্যে আলাপ আলোচনা বেশ কয়েক বছর ধরে চলছে। বিশেষ করে তিস্তার পানির প্রতি বাংলাদেশের চাহিদাই বেশি। এর আগে একাধিকবার তিস্তা নিয়ে কথা উঠলেও তেমন আশার আলো ফুটেনি।

তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছে উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিরা।

সবশেষ তিস্তা চুক্তির বিষয় ফুটে উঠলো বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে।