• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৪০তম বিসিএসের ভাইভার তারিখ পরিবর্তন

আরটিভি নিউজ

  ২৪ মার্চ ২০২১, ১৩:৪৭
Vivar date change of 40th BCS
ফাইল ছবি

আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (সাধারণ ক্যাডার) ভাইভার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ১৫ জুন ভাইভার নতুন তারিখ নির্ধারণ করেছে তারা।

আজ বুধবার (২৪ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পবিত্র শবে বরাতের পূর্ব ঘোষিত ছুটি ২৯ তারিখের পরিবর্তে ৩০ তারিখ করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শবে বরাত উপলক্ষে আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় ৪০তম বিসিএস পরীক্ষার সাধারণ ক্যাডারের মোট ১৮০ জন পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার তারিখ আগামী ১৫ জুন পুনঃনির্ধারণ করা হলো। গত ১৬ ফেব্রুয়ারি থেকে ৪০তম বিসিএস সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ১৫০ জনের ভাইভা শুরু হয়।

গত ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় ২০ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়ে পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। এই বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। এরমধ্যে ৩ লাখ ২৭ হাজার জন প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাস করেছিল ২০ হাজার ২৭৭ জন।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া ডিগ্রি-অভিজ্ঞতায় বিসিএস কর্মকর্তা, অতঃপর...
৪১তম বিসিএসে ২ হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
মৌখিক পরীক্ষার ১০ বছর পর বিসিএস ক্যাডার হলেন আফরোজা
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, জানাল পিএসসি
X
Fresh