• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেখ হাসিনা-মমতার বৈঠক শনিবার রাতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৭, ২২:০৫

​ভারতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীকাল শনিবার রাতে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে।

আজ শুক্রবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসছেন শুনেছি। অপেক্ষায় আছি- উনার সঙ্গে আলাদা করে কথা বলার জন্য। আমি সব সময় আশাবাদী। দেখি কী হয়।

প্রধানমন্ত্রীর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ দিল্লিতে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গণ্যমান্য ভারতীয় ব্যক্তি ও দেশি-বিদেশি সাংবাদিকে ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন।