• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাধারণ ছুটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আরটিভি নিউজ

  ২১ মার্চ ২০২১, ১৪:১৬
March 26-April 4 may be a general holiday
২৬ মার্চ-৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি হতে পারে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে সাত দিনের ছুটি সংক্রান্ত খবর সর্বাংশে মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাত দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।

অবশ্য এর আগে সকালে স্বাস্থ্য সেবা বিভাগের বরাতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দশ দিনের সাধারণ ছুটি হতে পারে বলে বেশ কয়েকটি গণমাধ্যমে খবরটি প্রচার হয়।
স্বাস্থ্য সচিব বলেন, এখন পর্যন্ত ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে অনুষ্ঠান চলছে। আমাদের যদি ছুটি প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি
কবে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর
এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান!
যেদিন হতে পারে ঈদ
X
Fresh