• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘নিজের গায়ে আগুন দেয়া’ দগ্ধ বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ১৩:৩৯
‘নিজের গায়ে আগুন দেয়া’ দগ্ধ বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর মৃত্যু
ফাইল ছবি

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (২৭) নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২০ মার্চ) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, গেল এক বছর ধরে মিলন ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন। মিলনের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম ইউসুফ। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে মিলন ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে বাথরুম থেকে তাকে দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হুসাইন ইমাম ইমু জানান, মিলন নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
X
Fresh