• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘নিজের গায়ে আগুন দেয়া’ দগ্ধ বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ১৩:৩৯
‘নিজের গায়ে আগুন দেয়া’ দগ্ধ বার্ন ইনস্টিটিউটের কর্মচারীর মৃত্যু
ফাইল ছবি

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মচারী (অস্থায়ী) আজিজুল ইসলাম মিলন (২৭) নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২০ মার্চ) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা গেছে, গেল এক বছর ধরে মিলন ইনস্টিটিউটের রিসিপশনে কাজ করতেন। মিলনের বাড়ি রাজশাহী জেলায়। তার বাবার নাম ইউসুফ। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে মিলন ইনস্টিটিউটের নিচতলায় বাথরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে বাথরুম থেকে তাকে দগ্ধ অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হুসাইন ইমাম ইমু জানান, মিলন নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh