• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৭ শতাংশ বেড়েছে বায়ু দূষণ

আরটিভি নিউজ

  ২০ মার্চ ২০২১, ১২:০৮
১৭ শতাংশ বেড়েছে বায়ু দূষণ
ফাইল ছবি

২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ঢাকা শহরে বায়ু দূষণ ১৭ শতাংশ বেড়েছে। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দশমিক ৮ শতাংশ কমেছে।

আজ শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‌‘ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ু দূষণের মাত্রার পরিমাণ’ শীর্ষক স্টামফোর্ড বায়ূমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বৈজ্ঞানিক ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন...
ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা জারি

সংগঠনটির পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

সংবাদ সম্মেলনে বলা হয়, পর্যবেক্ষণে দেখা গেছে ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণার (২.৫) পরিমাণ তুলনামূলক বেশি। এটি যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে সংঘর্ষের ফলে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।

আরও পড়ুন...
তারাবি নামাজ অনুষ্ঠিত হবে মসজিদে নববীতে

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়