• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মন্ত্রী বললেন মশা নিয়ে মানুষ অতিষ্ঠ

আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১৬:৪৮
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম,
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মশা নিয়ে মানুষ অতিষ্ঠ। আজ বুধবার (৩ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে রাজধানীর পান্থকুঞ্জে অবস্থিত এসটিএস উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এই সময়ে মশা নিয়ে মানুষ অতিষ্ঠ। বিষয়টি নিয়ে নানা রকম খবর প্রচার হয়েছে। আমি নিজেও জানি মশা বেড়েছে। তবে গত বছরের তুলনায় কিউলেক্স এবং অ্যানোফিলিস মশার পরিমাণ কম। এখনো যে পরিমাণ মশা রয়েছে তা সহনীয় নয়।

তাজুল ইসলাম আরও বলেন, আমাদের পক্ষ থেকে মশা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা হচ্ছে। মেয়র সাহেবরা নিজেদের সাধ্যমতো কাজ করে যাচ্ছেন। এডিস মশার জন্ম হয় বাসাবাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায়। আর ঝোপ-জঙ্গল, কচুরিপানায় অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার জন্ম হয়। কিউলেক্স মশা ৪ থেকে ৫ কিলোমিটার পর্যন্ত দূরে উড়ে যেতে পারে। এডিস মশা এক কিলোমিটারের কম জায়গায় উড়তে পারে। ফলে আমরা খাল-বিল যখন সম্পূর্ণরূপে পরিষ্কার করতে সক্ষম হবো, তখন আমরা এই মশা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য
শাবনূরের বিকল্প নেই : ডিপজল
X
Fresh