• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টিকা নেয়ার সংখ্যা ৩৩ লাখ ছাড়াল

আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ২২:১৫
টিকা নেয়ার সংখ্যা ৩৩ লাখ ছাড়াল
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ মঙ্গলবার (২ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন মোট ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নেওয়া ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন ও নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। আজ টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জনের মধ্যে ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন ২ লাখ ১ হাজার ৭৩৫ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh