• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিনেমায় ধর্ষণ দৃশ্য নিষেধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১৭:৪১

সিনেমায় সন্ত্রাস ও সরাসরি ধর্ষণের দৃশ্য না দেখানোর বিধান রেখে জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালায় বলা হয়েছে, সিনেমার সংলাপে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা পরিহার করতে হবে। সেখানে অতিরঞ্জিত সন্ত্রাস ও সহিংসতা প্রদর্শন করা যাবে না।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বিদেশি চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের ক্ষেত্রে সরকারের কাছ থেকে অগ্রিম অনুমোদনের বিধান রাখা হয়েছে তাতে।

নীতিমালায় সিনেমার মাধ্যমে দুর্নীতি দমন, নৈতিকতাবোধের উন্নয়ন, সামাজিক কূপমণ্ডূকতা ও কুসংস্কার দূরীকরণ এবং সমাজবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

এইচএম/ এএইচসি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh