• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১৩:২৯

জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করতে পারবে সরকার। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন ২০১৭’র খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

শফিউল আলম বলেন, নতুন আইনে জনস্বার্থে ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণের বিধান রাখা হয়েছে। এতে জনকল্যাণমূলক কাজে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ করা যাবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, তবে এক্ষেত্রে ধর্মীয় উপাসনালয় অন্যত্র স্থানান্তর করে তা পুনঃস্থাপন করতে হবে।

তিনি বলেন, কোনো স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করা হলে সেক্ষেত্রে ভূমির মালিককে বাজারমূল্যের দ্বিগুণ দাম পরিশোধ করতে হবে।

এছাড়াও সব ধর্মের প্রতি সহনশীলতার বিধান রেখে জাতীয় চলচ্চিত্র আইন- ২০১৭’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এইচটি/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh