• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুই সপ্তাহ সময় পাবে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০০
ফাইল ছবি

আগামী ৩০ মার্চ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যাচ্ছে। ক্লাস শুরুর পর সংক্ষিপ্ত সিলেবাস শেষ হওয়ার দুই সপ্তাহ পরই অনুষ্ঠিত হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। ক্লাস শুরু হওয়ার পর এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ৬০ দিন এবং এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ৮৪ দিনে সিলেবাস শেষ হবে। সিলেবাস শেষ হওয়ার পর দুই সপ্তাহ সময় দিয়ে শুরু হবে পরীক্ষা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জন্য ৬০ দিন এবং এইচএসসির পরীক্ষার জন্য ৮৪ দিন ক্লাস ধরে শিক্ষাবোর্ড সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। সিলেবাস শেষ হওয়ার পর শিক্ষার্থীদের দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা গ্রহণ শুরু হবে।

আরও পড়ুন :

শিক্ষামন্ত্রী আরও বলেন, রমজানেও ক্লাস হবে। তবে ঈদের সময় শুধু বন্ধ থাকবে। আশা করছি শিক্ষার্থীরা এ বিষয়ে আপত্তি করবে না। এসএসসি পরীক্ষার্থীরাও ক্লাস করবে রোজার মধ্যে।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
নোবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবে ৭ হাজার ৭৬৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী  
X
Fresh