• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লেখক মুশতাকের মৃত্যুতে তদন্ত কমিটি

আরটিভি নিউজ

  ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪০
ফাইল ছবি

লেখক মুশতাক আহমেদের কারাগারে বন্দি থাকা অবস্থায় মৃত্যুর ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে মৃত্যুর কারণ জানার জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানাকে।

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে বন্দি থাকা মুশতাকের মৃত্যুর ঘটনায় আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে তদন্ত কমিটিকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে অসুস্থ হলে প্রথমে তাকে কারা হাসপাতালে এবং পরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ট্রান্সকমের ৩ কর্মকর্তা কারাগারে
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
পরিচয়ে লেখক, আদতে ভয়ঙ্কর শিশু পর্নোগ্রাফার
X
Fresh