• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক শরণার্থী সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশের আরিফ

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৪

আগামীকাল শুক্রবার লন্ডন সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশভিত্তিক সংস্থা দ্য ইউরোপিয়ান ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ইউনাইটেড কিংডম (ইএলএসএ)-এর আয়োজনে আন্তর্জাতিক শরণার্থী আইনবিষয়ক কনফারেন্স। এই কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন শিশু অধিকারকর্মী আরিফ রহমান শিবলী।

আন্তর্জাতিক শরণার্থীবিষয়ক এই আয়োজনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়াও অংশ নেবেন প্রফেসর সোফিয়া পিন্টু, প্রফেসর গিলবার্ট, ডা. কেলভান প্রমুখ।

আরিফ আরটিভি নিউজকে বলেন, কনফারেন্সে রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য বিষয়ে কথা বলবেন তিনি। রোহিঙ্গাদের দ্রুত সময়ে নিজ দেশে ফিরিয়ে নেয়ার জন্য আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনস পদক প্রাপ্ত বাংলাদেশের এই তরুণ।

প্রসঙ্গত, আরিফ রহমান শিবলী এর আগে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা সরকারের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন। ২০২০ সালে কানাডায় শিশু দিবসে সম্মাননা পেয়েছেন এবং জাতিসংঘ ৭৫ পোস্টারে জায়গা করে নিয়েছে তার ছবি।


এসআর/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৯ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh