• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০
Tribute to the martyred army officers in the Peelkhana massacre
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন করতে সবার জন্য খুলে দেয়া হয় স্মৃতিফলক।

শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ফেলেন। পরে বিএনপি ও জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারিগরদের চিহ্নিত করতে হবে। ঘটনা নিয়ে জনমনে যে বিভ্রান্তি আছে, সরকারকে তা দূর করতে হবে।
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
X
Fresh