• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রোজার আগেই পাপুলের আসনে নির্বাচন : কবিতা খানম

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৪
রোজার আগেই পাপুলের আসনে নির্বাচন : কবিতা খানম
ফাইল ছবি

নির্বাচন কমিশনার কবিতা খানম জানিয়েছেন, কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিল হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনে রোজার আগেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তার (পাপুল) সংসদ সদস্য পদ বাতিলের চিঠি পেয়েছি। কোনও সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার ৯০ দিনের মধ্যেই সেখানে নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।

কবিতা খানম বলেন, রোজার সময়ে সাধারণত কোনও নির্বাচন করা হয় না। এটাও সম্ভবত দেয়া হবে না। বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় আছে। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কিনা সেটা হিসাব করতে হবে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা বেশি। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh