• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টিকা নিলেন ২৩ লাখের বেশি মানুষ, পার্শ্বপ্রতিক্রিয়া ৬০৯ জনের

আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৭
টিকা নিলেন ২৩ লাখের বেশি মানুষ, পার্শ্বপ্রতিক্রিয়া ৬০৯ জনের
ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় করোনার মোট ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। এদের মধ্যে মাত্র ৩১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর এখন পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬০৯ জনের।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় মোট ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ২৮০ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন ও নারী ৮৫ হাজার ৫০০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগে ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন ও সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন দেওয়া কর্মসূচি শুরু করে। প্রথম দিন ভ্যাকসিন দেওয়া হয় ২৬ জনকে। করোনার ভ্যাকসিন দেওয়া কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh