• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে নারী কাউন্সিলর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৩
জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে নারী কাউন্সিলর গ্রেপ্তার
ফাইল ছবি

জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় বিউটি পার্লার কর্মী ওই নারী বাদী হয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীসহ দুইজনকে আসামি করে একটি মামলা করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত কাউন্সিলর রোজী।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করা হয়েছে।

বাসন মেট্রো থানার ওসি কামরুল ফারুক জানান, ওই নারীর বাড়ি নেত্রকোনা জেলায়। গাজীপুরে কোনও স্বজন না থাকায় অভিযুক্ত নারী কাউন্সিলরের ভাড়া বাসায় থাকত। নারী কাউন্সিলর তাকে জিম্মি করেই দেহব্যবসা করিয়ে আসছিলেন বলে অভিযোগ এনে থানায় মামলা করেছে ভিকটিম।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
X
Fresh