আরটিভি নিউজ
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৭
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৬
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৬
সন্তান পাচার হয়ে গেছে তবুও তিন বছর ধরে জন্মদিন পালন করছেন ‘মা’ (ভিডিও)

তিন বছর আগে ১৬ মাস বয়সে সন্তান পাচার হয়েছে। তবে মমতাময়ী মা এখন পর্যন্ত একাই পালন করে যাচ্ছে সন্তানের জন্মদিন।
খুলনার বাসিন্দা শিশু মৌসুম হোসেন নীলের মা জানান, ২০১৭ সালের ২৩ এপ্রিল ১৬ বছর বয়সে তাঁর সন্তান পাচার হয়েছে। মামলা চলছে। হাইকোর্টে রিট হয়েছে। ওয়ারেন্ট বের হয়েছে। কিন্ত আসামি ধরা ছোঁয়ার বাইরে।
আসামিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সন্তান হারা এই মা। এছাড়া সন্তান উদ্ধারের নামে ‘বিশেষ পেশার’ অনেকে করেছেন ব্ল্যাক মেইল। ভুগছেন নিরাপত্তাহীনতায়।
আরও পড়ুন :
- নিজ বাসাতেই তরুণীদের এনে দেহব্যবসা করাতেন আছমা
- ধর্ষণের পর রক্তাক্ত বোনকে রেখে পালিয়ে গেলো ভাই
নগ্ন ভিডিও উদ্ধারে প্রেমিককে ইনজেকশন, নারী গ্রেপ্তার