আরটিভি নিউজ
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩
ঢাবি ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির সভায় এ প্রস্তাবনা দেওয়া হয়, যা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি পরীক্ষা শুরু হবে ‘ক’ ইউনিট দিয়ে। যা ২১ মে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। খ ইউনিটের পরীক্ষা হবে ২২ মে। গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আরটিভি নিউজকে বলেন, এসব সিদ্ধান্ত ভর্তি কমিটি থেকে জানানো হবে। সভায় ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ
ঢাবি হল খুলছে, ছাড়তে হবে পরীক্ষা শেষেই
প্রাথমিকেও সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান
ফের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো
পি