• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চতুর্থ ধাপের নির্বাচনে ৫৫ পৌরসভায় বিজয়ী হলেন যারা

আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩০
Those who won in the fourth round of elections in 55 municipalities
পৌরসভার চতুর্থ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

দেশে চতুর্থ ধাপের ৫৫ পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, হত্যা ও নানা অনিয়মের মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার বিকেল চারটার পর থেকে এসব কেন্দ্রে ভোট গণনা চলছে। চার দফা ভোটে এবারই সবচেয়ে বেশি সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগ এসেছে বিভিন্ন পৌরসভা থেকে। এরমধ্যে পটিয়ায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির মেয়র প্রার্থী নিজেই এজেন্টের ভূমিকায়

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিভিন্ন পৌরসভায় বিজয়ী হয়েছেন যারা, তারা হলেন-

বাগেরহাট
টানা চতুর্থবারের মতো বাগেরহাট পৌরসভার মেয়র হয়েছেন আওয়ামী লীগের খান হাবিবুর রহমান। বাগেরহাট পৌরসভার ৯ ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে নৌকা প্রতীকে ১৮ হাজার ৮৯৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাইদ নিয়াজ হোসেন শৈবাল ধানের শীষ প্রতীকে ৩৩৯ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগে আলমডাঙ্গায় বিএনপির প্রার্থীর ভোট বর্জন

মিরসরাই
চট্টগ্রামের মিরসরাই পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন মো. গিয়াসউদ্দিন। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মিনহাজুর রহমান তার নাম ঘোষণা করেন।

শেরপুর
শেরপুর পৌরসভায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় মেয়র পদে ৬৮৩৩ ভোট পেয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাইফুল ইসলাম রুবেল বিজয়ী হয়েছেন।

টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী সরকার এবং টাঙ্গাইলের গোপালপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রকিবুল হক ছানা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সাতক্ষীরা

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ২৫ হাজার ৮৮ ভােট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাজকিন আহমেদ চিশতী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। এছাড়া নৌকা প্রতীকের শেখ নাসেরুল হক ১৩ হাজার ৫০ ভোট পেয়েছেন।

বাজিতপুর

কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আশরাফ পৌর মেয়র হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোঃ আনোয়ার হোসেন আশরাফ নৌকা প্রতীকে পেয়েছেন ১৪,৬২৭ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯৭ ভোট।
পি

আরও পড়ুন:
গাঁজার বস্তা ফেলে সড়ক অবরোধ, ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত
পটিয়ায় কাউন্সিলর প্রার্থীর ভাই গুলিতে নিহত

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে জিতে যা বললেন মিশা সওদাগর
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল (ভিডিও) 
নির্বাচনে হেরে যা বললেন নিপুণ
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
X
Fresh