আরটিভি নিউজ
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৮
দেশের ৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আজ। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
এই সময়ে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া তিন দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
সারা দেশের কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এম