• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘করোনার টিকা সবার নেয়া শেষ হলে আমি নেবো’

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২১, ১৯:০১
‘করোনার টিকা সবার নেয়া শেষ হলে আমি নেবো’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাসের টিকা নিজে নেবেন কি না এ প্রশ্নের উত্তরে জানিয়েছেন, আগে টিকা নিলে মানুষ বলবে তাদেরকে দিলাম না আমরা। তাদেরকে আগে দেই। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশ এদের সবার নেয়া শেষ হলে আমি নেবো।

আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা দেয়া কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, আজ যে ৫ জন করোনার টিকা নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা সকলে ভালো আছেন এবং কোনও ধরনের সমস্যা হয়নি তাদের।

ভ্যাকসিন সম্পর্কে বলেন, পৃথিবীতে আবিষ্কার হওয়া টিকার মধ্যে ভারতের এই টিকা সবচেয়ে ভালো বলে প্রমাণিত হয়েছে। এই টিকার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।