• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘জনগণকে সচেতন করতে আলেম-ওলামাদের ভূমিকা অনেক’

আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২১, ২২:০৩
'The role of scholars is to make people aware'
ইসলামিক ফাউন্ডেশনে প্রধান বক্তা সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম

ইসলাম সম্পর্কে যার সুস্পষ্ট জ্ঞান আছে, সে কখনই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। আলেমরা বয়ানের মাধ্যমে জনগণকে জঙ্গিবাদ ও মাদক সম্পর্কে সচেতন করতে পারেন। জনগণের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা দিতে, জনগণকে সচেতন করতে আলেম-ওলামাদের ভূমিকা অনেক। তবে যারা ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের ওপর নজরদারি করবে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের ‘সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞজনদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে সম্প্রতি ওয়াজ মাহফিলে কিছু বক্তা ইসলামের পাঁচ স্তম্ভ নিয়ে আলোচনা না করে নারীদের নিয়ে আপত্তিকর বক্তৃতা দেন। জঙ্গিবাদের বিষয়ে আলেমদের মধ্যেও বিভাজন আছে।

হলি আর্টিজানের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ যেহেতু একটি আদর্শের বিষয়, যারা জেনে বুঝে রাজনৈতিক মদদে জঙ্গিবাদের দিকে যাচ্ছে তাদের পুনর্বাসনের সুযোগ সীমিত।

সিটিটিসি প্রধান বলেন, বাংলাদেশে আল-কায়েদা নেই। তাদের কোনো শাখাও নেই। তবে, অনেকে প্রচার-প্রচারণা চালিয়ে বাংলাদেশে আল-কায়েদার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করছেন।

বর্তমানে বাংলাদেশে কোনো বড় জঙ্গি হামলার ঝুঁকি নেই বলে জানালেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের এক আইনজীবী ওয়াজ মাহফিল ও ধর্মীয় বক্তৃতায় রাষ্ট্রবিরোধী বক্তব্য নিষিদ্ধ করে কোরআন ও হাদিসের রেফারেন্স বাধ্যতামূলক উল্লেখ করে ধর্মীয় বক্তৃতা দেওয়ার নির্দেশনা চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান।

আইনজীবী মো. মাহমুদুল হাসান আইনি নোটিশে বলেন, ৩০ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তিনি এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করবেন।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল, সৌদিতে গ্রেপ্তার ২
X
Fresh