• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এপ্রিলে মেডিক্যালে ভর্তি পরীক্ষা, বাড়ছে ১১০০ আসন

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৯:১৯
Medical admission test in April, increasing to 1100 seats
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

দেশের ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ পরীক্ষা আগামী এপ্রিলে হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ‌সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মোট ১ হাজার একশ’র মতো আসন বাড়ানো হবে। এর ফলে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে পড়তে পারবে।

সূত্র জানায়, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। প্রস্তাব অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’: হোয়াইট হাউস
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আসনপ্রতি লড়বে ১৫ জন
দু-একটি আসন ছাড়া বাসের প্রায় সব টিকিট শেষ
সিলেট টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা, ধুকছে বাংলাদেশ
X
Fresh