• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হেরোইনসহ গ্রেপ্তার দুই নারীর যাবজ্জীবন

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ২১:০৯
Life imprisonment of two women arrested with heroin
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৮০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৭ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- হেলেনা আক্তার ও আফিয়া বেগম।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মাহবুবর রহমান সাংবাদিকদের বিষয়টি জানান।

জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ‘এফডিসি রোডের সামনে’ দুই নারীর কাছ থেকে দু’টি কাগজে মোড়ানো ৬০ গ্রাম ও ১২০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে তেজগাঁও থানা পুলিশ।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার
নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  
অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
X
Fresh